Bakalia Govt. College, Chattogram

Rahattarpul, Shah Amanat Connecting Roard, Bakalia, Chittagong

College Code: 134595    School Code: 134595    College EIIN: 134595

Notice Details

বিজ্ঞপ্তি

Published on: September 1, 2024
Description

?দৃষ্টি আকর্ষণ:
প্রিয় বাকলিয়া কলেজ ব্যাচ-২৫ ও ২৬ এর সদস্য ও আমাদের সহপাঠীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, THE WHITE WHOLE এর পক্ষ থেকে Basic Project Showcasing এর উপর এক বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হবে।উক্ত ওয়ার্কশপের প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠান এর প্রধান অতিথি বাকলিয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জসীম উদ্দীন খান স্যার।উক্ত ওয়ার্কশপের শেষে আলোচিত বিষয়ের উপর থাকছে কুইজ প্রতিযোগিতা ও শীর্ষ তিন প্রতিযোগির জন্য আকর্ষণীয় পুরষ্কার।সেই সাথে ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে Participant Certificate.

?সময় ও স্থান:
আগামী ০২/০৯/২০২৪ ইং তারিখ রোজ সোমবার দুপুর ১টায় বাকলিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।সকলের উপস্থিতি একান্ত কাম্য।
ধন্যবাদ।


Preview